নিরপেক্ষ স্বার্থ একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। সমাজ সেবা ও মানব সেবায় নিয়োজিত। এখানে সকল প্রকার সেবার দ্বার সবার উন্মুক্ত। অন্যের খুশিতে আমরা হাসি স্লোগান নিয়ে ২০১৫ সালের ১৮জুন থেকে সমাজ সেবা ও মানব সেবা কার্যক্রম নিয়ে কাজ করে আসছে নিরপেক্ষ স্বার্থ।
আমাদের কার্যক্রম শিকল পদ্ধতি। আমরা আপনার উপকার করব,আপনার প্রতিশ্রুতি হবে সুযোগ বুঝে অন্য পাশে দাঁড়ানো। সুযোগ পেলে আপনিও অন্যের সেবা করতে কৃপণতা করবেন না।
আমাদের প্রচেষ্টায় হলো সর্বোচ্চ গোপনে কার্যক্রম চলানো। বর্তমানে সচেতন কার্যক্রম পরিচালনার জন্য সোস্যাল মিডিয়ামুখী হওয়ার বিকল্প নেই।